স্টাফ রিপোর্টার : আত্মহত্যা চেষ্টাকারীদের একজন শিার্থী এসএসসি পরীায় ফেল করে আত্মহত্যার চেষ্টা করেছে। অন্যরা পারিবারিক কলোহের কারণে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরীায় অকৃতকার্য হওয়ায় তারপিন পান করে আল-আমিন (১৮) নামে এক শিার্থী আত্মহত্যার চেষ্টা করে। সে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের উজিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীা দিয়েছিলো।
অন্য তিনজন হলো নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের বছির উদ্দীনের ছেলে সজিব (২৫), সদর ইউনিয়নের কয়ারপাড়া এলাকার বাবলুর রহমানের ছেলে নাহিদ হাসান (১৭) এবং বেড়গোবিন্দুর গ্রামের ওয়াহিদুল ইসলামের মেয়ে তন্নি খাতুন (২০)। হাসপাতালে সাংবাদিকদের কাছে আল-আমিনের বাবা জানান, বৃহস্পতিবার এসএসসি পরীার ফলাফল প্রকাশের পর আল-অমানি জানতে পারে সে একবিষয়ে ফেল করেছে। এতে লোক লজ্জার ভয়ে সে তারপিন পান করে আত্মহত্যার চেষ্টা করে। সজিবের মা ছকিনা বেগম জানান, ‘সজিব একবছর অগে বিয়ে করেছে। এখন সজিবের স্ত্রী সজিবের কাছে আসতে চাইছে না। এতে অভিমান করে কিটনাশক পান করে। বিষয়টি বুঝতেপেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান তার মামার উপরে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। এবং তন্নি খাতুন পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করা হয়। চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আত্মহত্যার চেষ্টায় যারা ভর্তি রয়েছে তারা এখন শঙ্কামুক্ত।















