মহেশপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

0
228

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান জামিরুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। রবিবার সকাল ১১টায় এ উপলক্ষে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সামনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত চেয়ারম্যান জামিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য খবির উদ্দিন,পদ্মপুকুর শেখ হাসিনা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই,প্রভাষক মিল্টন বিশ্বাস, ইউপি সচিব হাসানুজ্জামান, ইউপি সদস্য ঠান্ডু মিয়া, হারুন অর রশিদ,মনিরুল ইসলাম,মহিলা ইউপি সদস্য আশুরা খাতুন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ। এসময় অতিথিরা নব নির্বাচিত চেয়ারম্যান জামিরুল হককে ফুলেল শুভেচ্ছা জানান । দায়িত্ব গ্রহন করে জামিরুল হক বলেন, তিনি এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here