চৌগাছায় এসিল্যান্ড কাফী বিন কবিরের বিদায় সংবর্ধনা

0
282

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী কাফী বিন কবিরকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স কাব, চৌগাছার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যন অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী কাফী বিন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, সাব-রেজিষ্ট্রার নারায়ণ চন্দ্র মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদরুল আনাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী সহকারী কমিশনারকে ক্রেষ্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here