মহেশপুরে সড়ক দূর্ঘটনায় আহত বাবুল হোসেনের মুত্যু

0
243

জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় আহত বাবুল হোসেনের মৃত্যু হয়েছে। জানাগেছে উপজেলার পৌর এলাকার খাদ্যগুদাম মোড়ে গত শনিবার সন্ধায় বিদ্যুৎ অফিসের আলম সাধু ও মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে উপজেলার সাড়াতলা গ্রামের মৃত হেকমত আলীর পুত্র বাবুল হোসেন (৫০) ও ফতেপুর মিস্ত্রিপাড়ার মৃত সিতানাথ শেনের পুত্র গনেশ গুরুতর আহত হয়। এলকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে মহেশপুর হাসপাতালে ভার্তি করে। তাদের অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতাল রেফার্ড করে। পরে বাবুলের অবস্থার  আরো অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। দীর্ঘ ১ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শুক্রবার বেলা ১২ ঘটিকার সময় তার মৃত্যু হয়। বাবুল হোসেন মহেশপুর জিয়াউর রহমান ডিগ্রী কলেজের নশ্যপ্রহরী। বাবুল হোসেনের ভাই মৃত্যু খবরটি নিশ্চিত করেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান এবিষয়ে কেউ কোন অফিযোগ করেনি। অফিযোগ পেলে তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here