গল্পের ভীড়ে যশোরে চার লেখক

0
288

স্টাফ রিপোর্টার : ‘গল্পের ভীড়ে যশোরে’ শিরোনামের এক সাহিত্য আয়োজনে অংশ নিয়েছেন চলমান সময়ের চার জনপ্রিয় লেখক। শুক্রবার সন্ধ্যা ৬ টায় যশোর প্রেসকাবে আয়োজিত এক সাহিত্য আড্ডায় অংশ নেন তারা। চার লেখক হলেন কথাসাহিত্যিক কিঙ্কর আহ্সান, কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান, কবি ও কথাসাহিত্যিক রাসেল রায়হান এবং লেখক রাহিতুল ইসলাম। অনুষ্ঠানে নিজেদের লেখক যাত্রা এবং আগামী একুশে বইমেলায় প্রকাশিতব্য নতুন বই নিয়ে পাঠকের নানা প্রশ্নের উত্তর দেন তারা। যশোরের বিশিষ্ট শিাবিদ, কথা সাহিত্যিক সংগঠক কাজী লুৎফুন্নেসা। অনুষ্ঠানে কিঙ্কর আহ্সান বলেন, ‘এবারই প্রথম যশোর যাত্রা। সাহিত্য নিয়ে এ অঞ্চলের মানুষের ভালোবাসার কথা জেনেছি। আশা করছি তাদের সঙ্গে নিজের সাহিত্য কর্ম নিয়ে ভাবনা বিনিময়ের সুযোগ হলো।’ আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘‘আমার জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। সে সূত্রে যশোরে অনেক স্মৃতি। পাটকল শ্রমিকদের জীবনগাথা নিয়ে রচিত আমার ‘কালচক্র’ উপন্যাসের পটভূমিও কিন্তু এই অঞ্চল। ফলে যশোরের সাহিত্য অনুরাগি মানুষের সঙ্গে আড্ডা দিয়ে নিজেকে যেমন সমৃদ্ধ করতে চাই, তেমনি আমার সাহিত্য ভাবনাও ছড়িয়ে দিতে চাই।’’ রাসেল রায়হান নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শিল্প-সাহিত্যের জন্য যশোর নানা কারণেই গুরুত্বপূর্ণ। অগ্রজ লেখকদের স্মৃতি বিজড়িত এই যশোরে আমার মতো তরুণ লেখকদের জন্য এমন আয়োজন নিঃসন্দেহে আনন্দের।’ অন্যদিকে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘যশোর আমার জন্মভূমি। এখানেই বেড়ে উঠেছি। তথ্য-প্রযুক্তির নানা দিক আমি উপন্যাসে তুলে ধরি, যেখানে যশোরের কথাও উঠে আসে অবধারিত ভাবে। লেখক হিসেবে তাই এবারের যশোর ভ্রমণ আমার কাছে ভিন্ন এক ভালো লাগার অনুভূতিতে ঠাঁসা।’ অনুষ্ঠানে যশোরের সাহিত্যামোদী শতাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here