মোংলায় কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

0
362

মোংলা প্রতিনিধি : প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বাংলাদেশ কোস্টগার্ড এর এখতিয়ারভূক্ত এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সবসময় তাদের সাহায্য সহযোগিতায় বদ্ধ পরিকর। ১০ জানুয়ারী সোমবার দুপুরে গণমাধ্যম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান জানান বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় কোস্টগার্ড বেইজে মোংলা ও পাশ্ববর্তী এলাকার ৫ শতাধিক অসহায়, দুঃস্থ পরিবার এবং গরীব মাদ্রাসা পড়ুয়া শিার্থীদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কোস্ট গার্ড পশ্চিম জোন পরিবার কল্যান সংঘের আঞ্চলিক চেয়ারম্যান জিনাত মোসায়েদসহ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ পশ্চিম জোনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here