এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষ পূর্তিতে সাতক্ষীরায় আলোচনা সভা

0
307

সাতক্ষীরা প্রতিনিধি ঃ বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষ পূর্তি ও দশম বর্ষে পদার্পন উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরায় আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন প্রমুখ। এর আগে অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, টিভি চ্যানেলটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান। বক্তারা এ সময় বলেন, এশিয়ান টেলিভিশনের নান্দনিক প্রোগাম ও বস্তুনিষ্ঠ সংবাদ দর্শককে মুগ্ধ করে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ চ্যানেলটি এগিয়ে যাবে স্ব-মহিমায় এমনটি প্রত্যাশা করেন বক্তারা। এ সময় তারা টেলিভিশনটির কলাকৌশুলিসহ সকলের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনাসভা শেষে সেখানে এক কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here