ঝিকরগাছায় গরু ব্যবসায়ীকে হত্যা

0
271

অদ্য ০৭৩০ ঘটিকায় ঝিকরগাছা ব্যা়ংদাহ বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতা নদীর তীরে ইয়াকুব (৫০), পিতা- তাকবিল হোসেন, গ্রাম-ব্যাংদাহ, থানা -ঝিকরগাছা, জেলা যশোর এর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি সুরতহাল করার জন্য থানায় নিয়ে যায়।মৃতদেহের মাথায় ও বাম চোখে আঘাতের চিহ্ন আছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জানা যায়, গত ১৯/০১/২১ ২০:০০ ঘটিকার দিকে ইয়াকুব বাসা থেকে বের হয়। এরপর তার সাথে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি । ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগ মনোভাবপন্ন ছিলেন। এছাড়া তিনি অনেক ঋণ আছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here