ফকিরহাটে নির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা প্রদান ও ওয়ার্ড সভা

0
245

চুলকাটি অফিস : বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদ উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা প্রদান ও টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাবহিদিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ৫নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় শ্নশানঘাটা ফুলমিয়ার বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ সেলিম শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
উদ্ভোধক ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, মোঃ হারুন অর রশিদ, শেখ আহম্মদ আলী, কবির মোড়ল, শরিফ হোসেন ও মোঃ শাহীন শেখ। সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here