যশোরে করোনা শনাক্তের হার ৫২.৭৪ শতাংশ

0
268

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় যশোরের ২৩৭ জনের নমুনা পরীা করে ১২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীায় শনাক্তের হার ৫২.৭৪ শতাংশ। সোমবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৩ জানুয়ারি যশোরে আরো ৩৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যবিপ্রবির ল্যাবে মোট ২৩৭ জনের নমুনা পরীা করে ১২৫ জনের করোনা পজেটিভ ফলাফল এসেছে। যশোরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর ওমিক্রন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্রান্ত হওয়ায় অভিযানে ভাটা পড়েছে। জ্যামিতিক হারে যশোরে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এজন্য প্রথমে মধ্যম ঝুঁকিতে থাকা যশোরকে তিনদিনের মাথায় রেড জোনের তালিকায় রাখা হয়েছে। ঢাকার বাইরে প্রথম যশোরে শনাক্ত হয়েছে করোনার ভয়ঙ্কর ধরন ওমিক্রন। পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেয়া হচ্ছে। কিন্তু বাস্তবে অধিকাংশ মানুষ মাস্কই পরছেন না। এরই মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের ল্যাবে আরো ৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। যশোর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ মানুষ মাস্কবিহীন চলাফেরা করছেন। কিন্তু প্রশাসনের প থেকেও বিশেষ অভিযান চালানো হচ্ছে না। এজন্য শহরের অধিকাংশ বাণিজ্যিক এলাকায় জটলা লেগেই থাকছে। যাদের অধিকাংশের মুখে মাস্ক নেই। তবে প্রশাসনের প থেকে বলা হচ্ছে, জনবল সংকটের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হচ্ছে না। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সামেজ্জামান বলেন, এই মুহূর্তে জেলা প্রশাসনের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত কয়েকদিন আগে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন করোনায় আক্রান্ত হন। তিনি এখনো চিকিৎসাধীন৷ শনিবার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশীদ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ জেলা প্রশাসকের কার্যালয়ে এই মুহূর্তে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবিন কর্মরত রয়েছেন ৷ এই একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here