রোটারি কাব অব ঢাকা সর্বজয়ার আয়োজনে যশোরে বিনামূল্যে চুশিবির ও কম্বল বিতরণ

0
264

সংবাদ বিজ্ঞপ্তি: রোটারি কাব অব ঢাকা সর্বজয়ার আয়োজনে যশোরে বিনামূল্যে চুশিবির ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে যশোর সদর উপজেলার রুদ্রপুর শ্যামল ছায়া হেরিটেজ পার্ক এন্ড পিকনিক কর্নারে এ কর্মসূচি বাস্তবায়ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, সর্বজয়া কাব এডভাইজার এবং পাস্ট প্রেসিডেন্ট রোটারী কাব অব ঢাকা সেন্ট্রাল বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব:) হারুন অর রশীদ বীর প্রতীক , সর্বজয়ার চাটার্ট প্রেসিডেন্ট গুলসান নাসরীন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট লায়লা হারুণ, রোটারী বারিধারা সেন্ট্রালের প্রেসিডেন্ট রেজাউল করিম খান, রোটারী বারিধারা সেন্ট্রালের ফারহানা বদরুদ্দোজা একেএস, রোটারী সেন্ট্রালের প্রসিডেন্ট জহিরুল আলম ভুঁইয়া, আভা লিমিটেডের চ্যেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজি আরসিডিএস, পিএসসি। এছাড়াও রোটারী সর্বজয়া ও যশোর রোটারীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিনামূল্যের চু শিবিরে ৫০জনকে সেবা দেয়া হয়েছে। এরমধ্যে ১২জনের ছানি অপারেশন হবে আগামি ৩০ জানুয়ারি পিকেএস যশোরে। রোটারি কাব অফ বারিধারা সেন্ট্রাল, রোটারী কাব অফ ঢাকা সেন্ট্রাল, সূর্যের হাসি কিনিক, পিকেএস, আভা লিঃ, ইডাস এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here