ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকলেও একটি পক্ষ ঐ মামলাকৃত জমির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ত্রিলোচনঁপুর ইউনিয়নের বড় ঘিঘাটি গ্রামে। সরোজমিনে গিয়ে দেখা গেছে ঐ গ্রামের মৃত-শামসদ্দিন মল্লিকের ছেলে শাহাজান আলী ও স্ত্রী রাবেয়া খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে মামলা করেন শাহাজাহান আলী। ঐ জমিতে অনেকগুলো গাছ কেটে নিয়ে যাচ্ছে রাবেয়া খাতুনের লোকজন। এই জমিতে মামলা চলছে। মামলা চলমান অবস্থায় গাছ কাটার কারন জানতে চাইলে রাবেয়া খাতুন বলেন, আদালত থেকে আমাদের পক্ষে রায় দিয়েছেন সেই কারনে আমরা জমির গাছ বিক্রয় করে দিয়েছি। রায়ের কপি দেখতে চাইলে তিনি বলেন আমার ছেলে ঢাকাতে চাকুরী করে তার কাছে এই রায়ের কপি আছে। এই বিষয়ে তার ছেলে আসাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিক রায়ের কপি দেখেছেন। দেখার পর তিনি আমাদেরকে গাছ কাটাতে আর কোন সমস্যা হবে না বলে জানান। আসাদের কাছে রায়ের কপি চাইলে তিনি দেবেন বলে তিনদিন অতিবাহিত হলেও রায়ের কপি দেননি। এ বিষয়ে শাহাজাহান আলী জানান, সরকারি নথি অনুযায়ী বালিয়াডাঙ্গা মৌজায় ৯৯১ নং খতিয়ানে ৫৩ নং দাগে মোট জমির পরিমান ৫৯ শতক। এরমধ্যে ক্রয়সূত্রে ৩৫ শতক জমির মালিক আমি এবং আমার স্ত্রীর নাসিমা বেগম। আর বাকী ২৪ শতক জমি রাবেয়া খাতুনের। প্রায় ১৫ বছর আগে আমাদের ৩৫ শতক জমিতে নারকেল গাছ, কাঁঠাল, তেতুঁল, মেহগনিগাছ সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করি। এতো বছর পর সেই গাছগুলো রাবেয়া খাতুনের লোকজন জোরপূর্বক কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এই জমিতে মামলায় আদালত থেকে তাদের পক্ষে রায় দিয়েছে তারা বলছে কিন্তু রায়ের কপি দেখাতে পারেনি। এই মামলার বিষয়ে জানতে চাইলে এসআই আশিক জানান, মামলায় আদালত থেকে রাবেয়ার পক্ষে রায় দিয়েছেন বলেই আমি গাছ কাটার অনুমতি দিয়েছি। ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু জানান, আদালতে মামলা চলমান আছে তবে বিষয়টি নিয়ে বসাবসি করে সমাধানের সুযোগ থাকলে করা যেতে পারে। আগামী ১০ তারিখ ত্রিলোচানপুর ইউনিয়ন পরিষদে এ বিষয়ে বসাবসের কথা আছে আর কর্তনকৃত গাছ ইউনিয়ন পরিষদের হেফাজতে থাকবে থাকলে দুই পক্ষ বিবাদে জড়িয়ে না পড়ে সেই কারনে করা য়ায় এমনটি জানান ইউপি চেয়ারম্যান।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















