অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ ৬ জন’কে আটক করেছে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশ

0
307

রাসেল মাহমুদ, ভ্রাম্যমান প্রতিনিধি।। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে দুই ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ ছয়জন’কে আটক করেছে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটককৃতরা হলেন, সোনালী ব্যাংক রূপদিয়া শাখার আয়া জিরাট গ্রামের বাসিন্দা শিল্পি খাতুন, পলাশ, মামুন হোসেন, আমির, গফ্ফার ও সোহেল’কে। গেলো বুধবার আনুমানিক রাত ১১টার পর শিল্পির বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই)  সুপ্রভাত মন্ডল।তিনি জানান, ফরিদপুর জেলার বোয়ালমারি গ্রামের জহুরুল হক ও ইমরান নামের দুই ব্যক্তি বুধবার যশোর আদালতে একটি মামলার স্বাক্ষী দিতে এসেছিলেন। জহুরুল হক শিল্পির পূর্বপরিচিত। সেই সূত্র ধরে শিল্পিসহ অন্য আসামিরা জহুরুল ও ইমরানের সাথে দেখা করে। পরে অপহরণ করে জিরাটে শিল্পির বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে নানা ধরণের হুমকি-ধামকি প্রদান করে ওই জনের কাছে মুক্তিপণ দাবি করেন ধৃতরা। প্রাণ ভয়ে জহুরুল ও ইমরান বিকাশের মাধ্যমে আনা ৬৫ হাজার টাকা শিল্পি সহ তাদের হাতে তুলে দেয়। কিন্তু চক্রটি তাদের কাছে অতিরিক্ত আরও ৪০ হাজার টাকা দাবি করে নানা ধরণের হুমকি-ধামকি প্রদশর্ণ করতে থাকে।শেষমেশ বিষয়’টি পুলিশের কান পর্যন্ত গড়ায়। সাথেসাথে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সুপ্রভাত মন্ডল, টুআইসি (এএসআই) নাছির উদ্দিন, (এএসআই) আজাদ হোসেনের সমন্বয়ে গঠিত একটি টিম জিরাট গ্রামের শিল্পির বাড়িতে অভিযান পরিচালনা করে উল্লেখিত ৬ জনকে আটক গ্রেফতার করে। এবং অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করে। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান সুপ্রভাত মন্ডল। এদিকে, স্থানীয়রা জানায় আটককৃত ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন সন্ত্রাসী-মাদককারবারী সহ যে অপরাধী হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। আইন শৃংখলা বাহিনী’কে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here