বাঘারপাড়ায় রাইস ট্রান্সপ্লান্টে ধানের চারা রোপণ কর্মসূচি চলছে

0
237

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলা জুড়ে আধুনিক যন্ত্রের (রাইস ট্রান্সপ্লান্ট) মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কর্মসূচি চলছে। এসব রাইস প্লাœ্ট নারিকেলবাড়ীয়া, বাঘারপাড়া, ধলগা, খাজুরা, জামদিয়া, চাড়াভিটা, ২৪ জানুয়ারি এই যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সুন্দরবনের বাঘের বসবাস ছিল। এই কারনে নামকরণ করা হয় বাঘেরপাড়া। মূলত কৃষি প্রধান এলাকা ১৮৬৩ সালে বাঘারপাড়া থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে বাঘেরপাড়া থানাকে উপজেলায় পরিণত করা হয়। ১টি পৌরসভা, ৯টি ইউনিয়ন পরিষদ, ১৫৫টি মৌজা, ১৯১টি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলা। বাঘারপাড়া থানার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মো: আবুল হোসেন এবং প্রথম নির্বাহী অফিসার জনাব মো: তোফাজ্জেল হোসেন। বাঘারপাড়া থানার মোট জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৯৫ হাজার। এর মধ্যে পুরুষ ৫১.২১%, মহিলা ৪৮.৭৯%, মুসলমান ৮০.১৫%, হিন্দু ১৯.৭২%, অন্যান্য ০.১৩%। এখানে প্রধান পেশা কৃষি। যার হার ৫৮.৫৪%। রয়েছে কৃষি শ্রমিক ২৪.১০%। মজুরী শ্রমিক ১.৮৯% সম্পৃক্ত। ব্যবসা বানিজ্যে ৮.০৫, চাকরি ৩.২৯, মৎস্য চাষ ১.১৫%, শিল্প ১%, পরিবহন ১.৬৯%, অন্যান্য পেশায় রয়েছে জনসংখ্যার ৪.২৯% মাুনষ। এই উপজেলায় মোট আবাদযোগ্য জমি ৪৭,৪১৩ একর বা ১৯১৮৭.৩৭ হেক্টর। সেখানে পতিত জমি ৩৬.৪২ হেক্টর। যেখানে একক ফসল ১৩.৮৫%, দ্বিফসল ৬৪.৪৩% এবং ত্রিফসল ২১.৭২%। কৃষকদের মধ্যে ১৬.৯৮% ভূমিহীন, ৫৫% ক্ষুদ্র, ২১.৬৭% মাঝারী এবং ৬.৩৫% ধনী।
বাঘারপাড়া উপজেলার প্রধান কৃষি ফসল ধান, গম, পাট, ইক্ষু, আলু, মরিচ, সরিষা, বেগুন ও পটল। বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত ফসলের মধ্যে রয়েছে তিসি, চীনা, কাউন। উপজেলায় প্রধান ফল আম, কাঁঠাল, লিচু, কালোজাম, পেঁপে, পেয়ারা, তাল ও নারিকেল। উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট ঘোপের মাঠে এই রোপণ কাজের শুরু। উপজেলা কৃষি বিভাগ বলছে, এই যন্ত্র দিয়ে প্রতি ঘন্টায় এক একর জমিতে ধান রোপণ করা যায়। এতে কৃষকের সময়, শ্রম ও চাষের খরচ কমে আসলে ধান চাষ আবার লাভজনক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। গাইদঘাট কৃষি ও প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে কৃষক সভায় রাইস প্লান্ট কর্মসূচির উদ্বোধন পর্বের মহেন্দ্রক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ রায় এবং গাইদঘাট কৃষি ও প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি লক্ষণ চন্দ্র মন্ডল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাজ্জাদুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here