কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর  ভাস্কর্যের উপর দাড়িয়ে ছবি উঠেছেন অজ্ঞাত এক যুবক পুলিশের হাতে আটক

0
268

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর দাড়িয়ে আছেন অজ্ঞাত এক ব্যাক্তি। শনিবার দুপুর ৩:০৪ মিনিটের সময় ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, কুষ্টিয়ার স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক করার জন্যই কেউবা টাকার বিনিময়ে পাগলকে উপরে তুলে ছবি তুলতে পারে। স্বাধীনতাবিরোধী চক্র তাদের স্বার্থ হাসিলের জন্য এবং পুলিশের ভাবমূর্তি নষ্টের জন্য টাকার বিনিময়ে অজ্ঞাত পাগলকে বঙ্গবন্ধুর ভাস্কর্য এর উপরে পাঠিয়ে ছবি তুলে ভাইরাল করার চক্রান্ত করা হতে পারে। ঘটনার এক ঘণ্টার মধ্যে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অজ্ঞাত যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য গত বছরে ভাস্কর্য নির্মানের সময় দুষ্কৃতীরা ভাস্কর্যে আঘাত এনেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here