নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা

0
254

যশোর প্রতিনিধি ঃ নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন হয়েছে শনিবার। সকাল ৭টায় প্রতিমা স্থাপন করা হয়। পূজারম্ভ সকাল ১০টায়। সকাল সাড়ে ১১টায় পুষ্পাঞ্জলি প্রদান ও দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রতিমা দর্শন এবং প্রসাদ বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। একদিন আগের থেকে আয়োজন করা হয়। যশোর সরকারি এমএএম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার,অনুষ্ঠানের আহবায়ক অমলেন্দু বিশ্বাস,সহ অন্য শিক্ষকরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। সরকারি মহিলা কলেজে শিক্ষক,শিক্ষারা অনুষ্ঠান আনন্দ মুখর করে তোলে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড, মিয়া আব্দুর রশিদ। একই দিনে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here