যশোরের চিহ্নিত সন্ত্রাসী,একাধিক মামলার আসামি খোড়া কামরুলকে অস্ত্রসহ আটক

0
280
স্টাফ রিপোর্টার : যশোরের চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি কামরুল ওরফে খোড়া কামরুলকে অস্ত্রসহ আটক করেছে যশোরের ডিবি পুলিশ।
কামরুল যশোর সদর উপজেলার ভাতুরিয়া উত্তরপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, শনিবার রাতে তারা খরব পান চাঁচড়া এলাকায় এক সন্ত্রাসী অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই শাহীনূর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামগণের সমন্বয়ে একটা চৌকস টিম ওই এলাকায় অভিযান চালায়। রাত ১২ টা ১০ মিনিটে চাচঁড়া চেকপোস্টের দক্ষিণ পার্শ্বে চাচঁড়া – সাড়াপোল রোডের মফিজের চায়ের দোকানের সামনে থেকে কামরুলকে আটক করে। পরে তার কাছথেকে দুইটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরও জানান , আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অস্ত্র-গুলি ওই এলাকায় বিক্রি করে আসেছিলেন। তার বিরুদ্ধে এরআগেও অস্ত্র মামলা রয়েছে।এ ঘটনায় মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here