স্টাফ রিপোর্টার : গতকাল সোমবার থেকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে যশোর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন গণমাধ্যমকর্মী নিয়ে চ৪উ (চষধঃভড়ৎসং ভড়ৎ উরধষড়মঁব) প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক অনলাইন কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন লাইনে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম, এনডিসি। কর্মশালার উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম আজিজুল হক, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, চ৪উ প্রকল্পের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার। চ৪উ (চষধঃভড়ৎসং ভড়ৎ উরধষড়মঁব) প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে আছে মন্ত্রীপরিষদ বিভাগ। সমন্বয় করছে বৃটিশ কাউন্সিল এবং বাস্তবায়নের দায়িত্বে আছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (ঘওগঈ), বাংলাদেশ লোক প্রশাসন প্রশিণ কেন্দ্র (বিপিএটিসি), বিসিএস এডমিন একাডেমী ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)। চ৪উ প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও সরকারি কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দূর্নীতি প্রতিরোধ করা এবং রাষ্ট্রের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা।
দুই দিনব্যাপী এ কর্মশালায় ৫টি কৌশলপত্র উপস্থান করা হবে। এগুলো হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্বন্ধে গণমাধ্যম কর্মীদের প্রশিণ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ তাদের অধিকার সম্বন্ধে সচেতন হবেন এবং সাধারণ জনগণের কাছে এ বিষয়গুলো নিয়ে তথ্য উপস্থাপন করতে পারবেন। একই সাথে মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। গনমাধ্যমকর্মীরা মাঠ পর্যায়ে সুশাসনের এই পাঁচটি টুলস সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তার ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। কর্মশালাটি সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিণ প্রকৌশল) ও চ৪উ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. নজরুল ইসলাম। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) সোহেল রানা এবং কর্মশালা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন মো. আবুজার গাফফারী। এ কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারি পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশি.) মো. আব্দুল মান্নান ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী ইসমত জাহান চৌধুরী । র্যাপেটিয়ার হিসাবে দায়িত্ব পালন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশি.) নিবেদিতা আহমেদ তুলি ।
Home
খুলনা বিভাগ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে যশোরে শুরু হয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০...














