পাইকগাছায় বহুতল স্কুল ভবন উদ্বোধন– সরকার মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছেন —  এমপি বাবু

0
329
পাইকগাছা প্রতিনিধি :পাইকগাছায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য নির্মিত বহুতল ভবনের উদ্বোধনকালে খুলনা -৬’র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শিক্ষা বান্ধব সরকার মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছেন। সোমবার সকালে বিদ্যালয়ের নতুন ভবনে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি বাবু আরোও বলেন, ১৯২৩ সালের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের ১শ বছর পুর্তিতে সাবেক শিক্ষক-শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি মিলন মেলা আযোজনের প্রস্তাব দেন আয়োজক কমিটির কাছে। সাবেক প্রয়াত এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের উন্নয়ন চিত্র স্বরন করে তিনি নির্বাচনী এলাকায় দুর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্টান সহ চলমান মেগা প্রকল্প উন্নত যোগায়োগ ব্যবস্থা,টেকসই বেঁড়িবাধ নির্মান সহ সর্বশেষ ৩৬ কোটি ৭৯ লাখ টাকার বরাদ্দকৃত সুপেয় পানি ব্যবস্থাপনা বাস্তবয়নে সকলের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদারের সভাপতিত্বে এ অনুঁষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,ইন্সপেক্টর( অপারেশন) সাইদুর রহমান, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম,বিদ্যালয়ের সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক সভাপতি সমীরণ সাধু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী আশরাফুল ইনলাম,সা্রক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়,বিশিষ্ট সমাজ সেবক নির্মল চন্দ্র অধিকারী,বিদ্যালযের সাবেক সভাপতি এসএম সৈয়দ আলী,দাতা সদস্য গৌতম বিহারী ঘোষ। প্রভাষক ময়নুল ইসলাম ও স্কুল শিক্ষক সেলিম রেজার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,বিদ্যালয সহকারী প্রধান শিক্ষক শিবশংকর রায়,সহকারী শিক্ষক অনিল কৃষ্ণ ঢালী, ইউপি সদস্য খুকুমনি,সাবেক সদস্য নাজমা কামাল,জেলা যুবমহিলা লীগের যুগ্ম সম্পাদক সুমাইয়া ইয়াসমিন লতা, উপজেলা যু্বলীগ নেতা আঃ রাজ্জাক, এমএম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,ইঞ্জিঃ মারুফ বিল্লাহ, গৌতম রায়,মৃগাঙ্ক বিশ্বাস, প্রভাষক কামাল হোসেন, বাবলুর রহমান, ইদ্রিস আলী,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।  উল্লেখ্য, গত ১৯-২০ অর্থ বছরে খুলনা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ২ লাখ টাকা ব্যয়ে মের্সাস রফিকের  ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেছেন।
ছবিঃ পাইকগাছায় বহুতল ভবনের উদ্বোধন করেন এমপি বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here