বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। বছরজুড়েই তিনি ব্যস্ত থাকেন নতুন ছবির কাজে৷ এদিকে সদ্য শেষ হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। যদিও এবারের নির্বাচন নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? ডিপজল বলেন, ইন্ডাস্ট্রিতে কাজ নেই। তাই শিল্পী সমিতি নিয়ে এত মাতামাতি। অল্প সংখ্যক সিনেমা এখন হচ্ছে। শিল্পীদের হাতে কাজ নেই।
ফলে তাদের সব মনযোগ সমিতির দিকে। যদি একের পর এক সিনেমা নির্মিত হতো, তাহলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না। আগে তো শিল্পী সমিতি থাকলেও অবস্থা এমন ছিলো না? উত্তরে ডিপজল বলেন, একদমই না। কাজ নিয়ে এত ব্যস্ত থাকতাম অন্য কিছু করার সময় হিতো না। এমনও সময় গেছে, কাজের ব্যস্ততার কারণে অনেক সদস্য সমিতিতে যাওয়ারও সময় পেত না। সমিতি সমিতির মতো চলত। সমিতির মূল উদ্দেশ্য কি বলে মনে করেন? এ অভিনেতা বলেন, কাজ কাজের জায়গায়, সমিতি সমিতির জায়গায়।
সমিতি করা হয় যাতে সবার সাথে সময়ে সময়ে দেখা-সাক্ষাৎ হয়, খোঁজ-খবর নেয়া যায়, সুখে-দুঃখে পাশে দাঁড়ানো যায়। এটা একটি পরিবার। আমি সারাবছরই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকি। সবসময় সমিতিতে যাওয়ার সময় হয় না। কিন্ত কমিটিতে থাকি। যারা সমিতিতে সারাক্ষণ সময় দেয়, তাদের সহযোগিতা করার জন্যই থাকি। আমার পক্ষে সার্বক্ষণিক সময় দেয়া সম্ভব নয়। সাধারণ সম্পাদক পদ নিয়ে অনেক আলোচনা ও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনি কি মনে করেন? ডিপজল বলেন, নিজের পরিবারে অনেক সমস্যা থাকতে পারে। তবে ঘরের সমস্যার কথা বাইরে নিয়ে আসা উচিৎ নয়। এখন সমিতি নিয়ে যেসব আলোচনা, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এতে কি আমাদের শিল্পীদের সম্মান বাড়ছে? না বাড়ছে না।
শিল্পীদের আচার-আচরণ এমন হওয়া উচিৎ যাতে সুনাম ক্ষুন্ন না হয়। ডিপজল আরো বলেন, সমিতির প্রত্যেক সদস্য আমার সহকর্মী, আমার পরিবারের সদস্য। সিনিয়র সদস্য হিসেবে তাদের খোঁজ-খবর নেয়া আমার দায়িত্ব। আমার এই দায়িত্ববোধ থেকে যতটা সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করি। সমিতির যেকোনো সদস্যের সমস্যায় আমি পাশে আছি, থাকব। তবে শিল্পীদের পাশে থাকতে হলে নেতৃত্ব দিতে হবে, এমন কোনো কথা নেই। সদিচ্ছা থাকলে, নেতৃত্বের বাইরেও সদস্যদের পাশে দাঁড়ানো যায়।
নেতৃত্ব নিয়ে কোন্দল ও কাদা ছোড়াছোড়ি কোনোভাবেই কাম্য নয়। আপনার কাজের কি খবর? এ অভিনেতা বলেন, আমি তো আমার প্রযোজনায় একের পর এক ছবি করছি। শুটিং নিয়ে খুব ব্যস্ত থাকতে হচ্ছে। আমার বেশ কিছু ছবির কাজ শেষ,মুক্তির অপেক্ষায় আছে৷ নিজের প্রযোজনার বাইরেও মনের মতো গল্প ও চরিত্র পেলে কাজ করছি।















