পাইকগাছায় প্রধানমন্ত্রী’র মানবিক সহয়তার চেক পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অসুস্থ্য সঞ্জয় ও মজিদ বয়াতীরা

0
313
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী’প্রদত্ত  মানবিক সহয়তা স্বরুপ ৫ লক্ষ টাকার চেক পেয়ে আবেগপ্লুত হযে হার্ডের রোগী গোলবুনিয়ার সঞ্জয় সরদার ( ৫৫) বললেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি-‘বাবুর ঋন পরিশোধ করতে পারবো না। ৫০ হাজার টাকার চেক পেয়ে একই অনুভুতি প্রকাশ করলেন পৌরসভার আঃ মজিদ বয়াতী ( ৬০)। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে খুলনা-৬’র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে পাইকগাছার ১৯ অসুস্থ্য নারী-পুরুষের মাঝে ১৫ লক্ষ ২০ হাজার টাকার এসব চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,আঃ মান্নান গাজী, আ’লীগ নেতা শংকর দেবনাথ,নির্মল অধিকারী, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও ২ লক্ষ টাকার সহয়তাপ্রাপ্ত ভারতে চিকিৎসাধীন পৌরসভার বাসিন্দা দেবব্রত রায়ের মেয়ে উর্মি রায় সহ অনেকে। এ সময় আরোও  উপস্থিত ছিলেন আওয়ামীগ লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস,পঞ্চানন সানা, বিভুতী ভুষন সানা,ইকবাল হোসেন খোকন,দিলীপ ঢালী,  শাহিন সানা,সাযেদ আলী মোড়ল কালাই,মহিলা আ’লীগ নেত্রী শেখ জুলি,নাজমা কামাল,সুমাইয়া ইয়াসমিন লতা,যু্বলীগ নেতা এমএম আজিজুল হাকিম,বিশ্বজিৎ রায়,আঃ রাজ্জাক রাজু,আকরামুল ইসলাম,আমান সরদার,ইউপি সদস্য হাসানুজ্জামান, প্রভাষক বাবলুর রহমান,প্রসেন ঢালী,গৌতম রায়,মৃঙ্গাঙ্ক বিশ্বাস,ছাত্রলীগ নেতা মানিক,নযন,রনি,সাব্বির,বিলাস সহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here