দশমিনায় অজ্ঞাত লাশ উদ্ধার

0
449

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের দশমিনা-ঢাকা মহাসড়কের মাছুয়াখালী এলাকার পাকা সড়কের পাশ থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকা থেকে অজ্ঞাতনামা পঞ্চাশোর্ধ বয়সী পুরুষের লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে অপরিচিত এই পুরুষ লোককে মাছুয়াখালী বাজার এলাকায় শীতে কাপছে এমন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা সঞ্জিৎ দাসের পরিত্যক্ত দোকানের সামনে পুরাতন শীতবস্ত্র পরিয়ে আশ্রয় দেয়। আর তাকে তার পরিচয়সহ কিছু জিজ্ঞাসা করলে তিনি জবাব দেননি এবং খাবার দিলে তাও তেমন খায়নি।
এই ব্যাপারে বেতাগী-সানকিপুর ইউপি সদস্য মো.হানিফ খলিফা জানান, স্থানীয়রা আমাকে জানালে আমি থানায় খবর দিলে থানা পুলিশ এই অপরিচিত ব্যক্তির লাশ নিয়ে যায়।
এই বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here