চৌগাছায় আবাসান প্রকল্পে খাদ্য সহায়তা

0
290

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় আবাসন প্রকল্পে বসবাসকারীদের খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হায়াতপুর আবাসন প্রকল্পে এই খাদ্য সহায়তা বিতরণ করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এসময় তাঁর সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, উপজেলার হায়াতপুর আবাসনে বসবাসকারী ২৪ পরিবারের প্রত্যেককে দশ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবন, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম নুডুলস দেয়া প্রদান করা হয়। ইশতিয়াক আহমেদ বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল আবাসনে এই খাদ্য সহায়তা দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here