মহেশপুরে বীরমুক্তিযোদ্ধা ওমর আলীর মৃত্যু , রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
222

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে বীরমুক্তিযোদ্ধা ওমর আলী (৮০) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…….রাজিউলন)।
শুক্রবার সকাল ৮ঘটিকায় উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরন করেন। তিনি ইউনিয়ন আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৭পুত্র, ৬কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকাল ৪ঘটিকার সময় ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝিনাইদহ পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিছুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের সদস্য আনিছুর রহামন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বি এম সেলিম রেজা প্রমুখ। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here