উত্তর মলেঙ্গা জামে মসজিদে সমাজ সেবিকা রেবেকা সুলতানার অর্থায়নে মাস্ক বিতরণ

0
293

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার রতনপুর উত্তর মলেঙ্গা জামে সমজিদে সমাজ সেবিকা সুলতানার অর্থয়নে করেনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সমজিদের ইমাম মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে করোনা প্রতিরোধের উপর জুমার নামাজ পূর্বে আলোচনা করেন কাটুনিয়া রাজবাড়ী কলেজ সহকারী শিক্ষক ও সাংবাদিক জি,এম.গোলাম রব্বানী। আলোচনা শেষে মসজিদে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আলোচনায় সকলকে জনসমাগম এলাকা এড়িয়ে চলা, হাঁসি-কাশির সময় মুখে মাস্ক বা রুমাল ব্যবহার,করোনার উপসর্গ দেখা দিলে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য উপদেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here