বাঘারপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কম.লালমিয়া চিরবিদায় নিয়ে চলে গেছেন

0
274
 প্রেস সংবাদ  : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কৃষক শ্রমিক মেহনতী মানুষের আন্দোলনের বিপ্লবী প্রতিবাদী নেতা বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি যশোর জেলা কমিটির সদস্য মানবাধিকার সংবাদ কর্মী বসুন্দিয়া সাংবাদিক ইউনিটের উপদেষ্টা ও আলাদীপুর বাজারের খাজা হোমিও ফার্মেসীর সত্বাধিকারী চিকিৎসক কমরেড মোঃ  মোস্তাফিজুর রহমান লালমিয়া শনিবার রাত ১১ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন (ইন্না-লিল্লাহ…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল (৫৫) বছর। দুই ছেলে এক স্ত্রী ভাই বোন আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার জোহর নামাজের পর নিজ গ্রামের তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবর স্থানে দাপন কার্য সম্পন্ন করা হয়। কমরেড লাল মিয়ার  মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নিজ বাড়িতে এক নজর দেখার জন্য সামাজিক রাজনৈতিক দলীয় নেতা-নেত্রী আত্মীয় স্বজন সহ হাজার হাজার মানুষের ঢল নেমে আসে। গভীর ভাবে শোকাহত হয়ে লালমিয়ার পরিবার পরিজনদের সমবেদনা জানাতে ছুটে আসন বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্যা, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর মফিজ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ৯ নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, ইউপি সদস্য রিপ্না বিশ্বাস, সাবেক ইউপি সদস্য ভারতী রানী বিশ্বাস, বসুন্দিয়া সাংবাদিক ইউনিটের প্রধান উপদেষ্টা মোঃ রুহোল আমীন মোল্যা, সভাপতি এস, এম মুসতাইন, মোঃ গোলাম রসুল মোল্যা, মোঃ আরিফুল ইসলাম আরিফ, বাঘারপাড়া উপজেলার কলম সৈনিক মোঃ শাহিনুল ইসলাম। বেলা ১২ টার পর পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয়, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতানেত্রীদের উপস্থিতিতে লালমিয়ার মরদেহের প্রতি দলীয় পতাকা ও ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য কমরেড ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির নেতা জিল্লুর রহমান ভিটো, জেলা কমিটির সদস্য কম. মিজানুর রহমান, কম. বিপুল কান্তি বিশ্বাস, কম. ইরাদত হোসেন নয়ন, কম.আব্দুর সবুর মোল্যা, কম. মলয় লস্কর, কম. সুমান্ত অধিকারী, কম. শৈলেন গোস্বামী। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা ও যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা জানান নড়াইল জেলা কমিটির সভাপতি কম. এ্যাড. নজরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলার সাধারণ সম্পাদক বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কম. ছব্দুল হোসেন খান, কম. স্বপ্না সেন, বৈকুন্ঠ বিহারি রায়, কম. খালিদ হোসেন। এছাড়া বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাতীয় কৃষক সমিতি, শ্রমিক ফেডারেশনের নেতা-নেত্রী শ্রদ্ধা জানান। জোহর নামাজের পরে তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে জানাজায় অংশ গ্রহণ শেষে পারিবারিক কবর স্থানে দাপন সম্পন্ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here