যশোরে র‌্যাব-৬ কর্তৃক ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

0
276

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামের এক ওয়ারেন্ট ভূক্ত আসামীকে আটক করেছে। গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানার কুয়াদা বাজারে এই অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যরা যশোর জেলার সিআর নং -৯৭৭/১৭ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সিজারসিঙ্গা গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। আটককৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার নাজিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here