মণিরামপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত

0
298

রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুুরে আগুনে পুড়ে মোটরসাইকেলসহ তিনটি ব্যবাসায়ী প্রতিষ্ঠান ভস্মিভুত হয়েছে। গত সোমবার (১৪ ফেব্রুয়ারি-২০২২) রাত দুইটার দিকে এ ঘটনাটি ঘটে মণিরামপুর উপজেলার বেগারীতলা বাজারে। এতে প্র্রায় ১৩ লাখ টাকার য়-তি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন। এ ঘটনায় তিগ্রস্থ ব্যবসায়ীরা মণিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন- প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। রাত ২টা দিকে বাজারের নৈশপ্রহরী আব্দুল মজিদ ও জাকির হোসেন দোকানে আগুন লাগার দৃশ্য দেখে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা আগুন দেখে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দোকানের ভিতরে থাকা একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। তিগ্রস্থ কম্পিউটার দোকানদার সুমন হোসেন জানান- তার তোকানের ভিতরে থাকা তার ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে তি হয়েছে। এছাড়াও মুদি দোকানদার রাজু আহম্মেদের সাড়ে চার লাখ টাকার মালামাল ও মাহাবুব হোসেনের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে। মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস জানায়- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় তিগ্রস্থ ব্যবসায়ীরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here