রানা আহম্মেদ অভি, ঝিনাইদহ ।। ঝিনাইদহে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পরিচালনা করা হয়েছে । বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা ধার্য করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক। এই অভিযানে মোট ৪ প্রতিষ্ঠানকে ২৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ঝিনাইদহ মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক জেলা পুলিশের সহযোগে যৌথ অভিযানে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়াও বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, মনিহারী দোকান ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি ও সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। অভিযান পরিচালনাকালে পণ্যের নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় ও বিক্রয়ের মূল্য রসিদ প্রদান না করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানা ভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো, বিসিআইসির সারের ডিলার মেসার্স প্রগতি ট্রেডার্স ২০০০০ টাকা, ওহিদ ট্রেডার্স ৫০০০ টাকা, আজাদ স্টোর ও ভাই ভাই ট্রেডার্স উভয়কে ৫০০ টাকা।
এসময় অভিযান কার্যক্রম আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্যানিটারি ইন্স্পেক্টর ওয়াহিদুজ্জামান, ঝিনাইদহ জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু ও জেলা পুলিশের একটি ফোর্স।
এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জানান, হটাৎ খাদ্য সামগ্রী, গ্যাস, সারসহ কাঁচামালের ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। সরকারি নির্ধারিত মূলের বাহিরে অনেকে অনেক দাম নিচ্ছেন। শুধুমাত্র জনস্বার্থে আজকেন অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।















