চৌগাছায় প্রানীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

0
1369
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এই প্রদর্শনীতে ৩৫টি স্টল দেন প্রাণিসম্পদের সাথে সংশ্লিষ্টরা। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, গাড়লসহ প্রাণিসম্পদ সংশ্লিষ্ট দ্রব্যাদিরও স্টল দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বীর মুক্তিয়োদ্ধা অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাণিসম্পদ সেক্টরে বিপুল পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা করে প্রাণিসম্পদ খাতকে শীর্ষ একটি খাতে পরিণত করেছেন। শীঘ্রই এই প্রাণিসম্পদ দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে রপ্তানি হবে।
তিনি বলেন, করোনার সময়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রাণিসম্পদক খাতে যেন বিপর্যয়ে না পড়ে সে জন্য বিপুল পরিমাণ প্রাণোদনার ব্যবস্থা করেছেন। গাভী পালনসহ বিভিন্ন খাতে প্রাণোদনা দেয়া হয়েছে।
‘প্রাণিসম্পদ খাতকে শক্তিশালী করতে যশোর অঞ্চলের ২৫০০ কৃষককে বড় ধরনের লোন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।’
প্রদর্শনী শেষে দুপুর ২টার সময় প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড.  মোঃ মোস্তানিছুর রহমান। তবে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি যশোরে একটি মিটিংয়ে থাকায় অনুষ্ঠানে ছিলেন না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবুল কাশেম, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান প্রমুখ।
এদিকে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ শীর্ষ জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে অতিথি করা হলেও স্থানীয় সাংবাদিকদের অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়নি। দেশের সকল উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হলেও একটি জাতীয় অনুষ্ঠানে সাংবাদিকদের না জানানোর বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
চৌগাছা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ ও ডেইলি অবজারভারের চৌগাছা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টু বলেন, একটি জাতীয় অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানে সংসদ সদস্যসহ উপজেলার শীর্ষ জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা অতিথি সে অনুষ্ঠানের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়নি। এটা শিষ্টাচার বহির্ভূত। অনুষ্ঠানের নিউজ করার জন্য হলেও সাংবাদিকদের জানানোর নিয়ম আছে।
এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী মোবাইলে জানান, আমার অফিসের কর্মচারীকে দিয়ে চিঠি পাঠিয়েছি।
উপজেলা প্রাণি সম্পদ অফিসের একটি সূত্র জানিয়েছে, করোনার সময়ে গাভী প্রাণোদনার অর্থ নিয়ে চৌগাছায় ব্যাপক অনিয়ম হয়। সেই অনিয়মহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামীর নানা অনিয়মের খবর স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন সময়ে প্রকাশ করার পর সংসদ সদস্য সেসব বিষয়ে তার কাছে কৈফিয়ত তলব করেন। তিনি চৌগাছার সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত। সে কারণে তিনি অনুষ্ঠানের বিষয় স্থানীয় সাংবাদিকদের না জানিয়ে একইসাথে সংসদ সদস্য এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here