কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
281
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সভাতে চুরি ছিনতাই রোধ সহ মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনী থানা পুলিশকে জোরালো পদক্ষেপ গ্রহনের আহব্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হাবিবুল্লাহ হাবীব, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মতলেবুর রহমান, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন।
সভার শুরুতে গত মাসের আইনশৃংখলার বিষয়ে পর্ষালোচনা সহ বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। এ সময়ে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, আয়ূব হোসেন খাঁন, আলাউদ্দিন আল আজাদ, আজিজুল খা, নাসির উদ্দিন চৌধূরী, মহিদুল ইসলাম মন্টু ও আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও সভাতে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা সিকদার মোহাইমেন আক্তার, সমাজসেবা অফিসার কৌশিক খান ও নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভাতে সিদ্ধান্ত হয় যে, কৃষকের গরু ও শহরে মটরসাইকেল চুরি রোধ সহ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নারী, শিশু নির্যাতন বন্ধে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই সাথেই কালীগঞ্জে অগ্রনী ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তাদের ঋন জালিয়াতিতে কৃষক হয়রানী রোধ সহ শহরের মহাসড়কে ৬ লেন সড়ক নির্মানে পঞ্জিভ’ত সমস্যা নিরসনে ব্যাবস্থা গ্রহন করবেন বলে অভিমত ব্যাক্ত করেন স্থানীয় সাংসদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here