স্টাফ রিপোর্টার : যশোরের চোপদারপাড়ায় যুবলীগ কর্মী সন্ত্রাসী বাহিনী প্রধান ইয়াসিন হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে দুই ভাই রানা ওরফে স্বর্ণকার রানা ওরফে সিঙ্গার রানা ও তার ভাই রুবেলকে আটক করেছে ডিবি পুলিশ ।
বৃহস্পতিবার ভোরে খুলনার ফুলতলা উপজেলার শিরোমনি এলাকার লিন্ডা কিনিক থেকে চিকিৎসাধীন অবস্থায় তাদের আটক করে পুলিশ। তবে অপর ভাই হাফিজুরকে আটকের কথা শোনা গেলেও স্বীকার করেনি পুলিশ। আটক রানা ও রুবেল চোপদারপাড়ার তোরাব আলীর ছেলে।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, ইয়াসিন হত্যাকান্ডের পর ওই এলাকায় গিয়ে তার হত্যাকারীদের সম্পর্কে তথ্য নেয়া হয়। সেই মোতাবেক শিরোমনি থেকে তাদের আটক করা হয়েছে। ঘটনার সময় রানা ও রুবেলও আহত হয়। ঘটনার সময় ইয়াসিন পক্ষীয়রা তাদের চেয়ার দিয়ে মারপিট করে। এছাড়া রানার কাছ থেকে ধারালো দা কেড়ে নিয়ে উল্টো আক্রমন করলে তারা আহত হয়। পরে দৌড়ে পালিয়ে যায়। আহত দুই ভাইকে বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয় পুলিশ। মামলা হওয়ার পর আলামত উদ্ধারে অভিযান চালানো হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, ‘নিহতের পরিবারের লোকজন এখনো মামলা করেনি। তারা ধিরে সুস্থ্যে মামলা করতে চান। মামলা হলে জানিয়ে দেয়া হবে।’
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে বেজপাড়া কবরস্থানে নিহত ইয়াসিনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শংকরপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে আছর বাদ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নেয়ার পথে যুবলীগের নেতাকর্মীরা হত্যাকান্ডের প্রতিবাদে এবং আসামি আটকের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে।
প্রসঙ্গত, গত বুধবার শংকরপুর সরকারি প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের ব্রাদার্স কাবের ভেতরে প্রতিপক্ষের হামলায় নিহত হন চোপদারপাড়া আকবরের মোড়ের মনিরুজ্জামান মনিরের ছেলে ইয়াসিন আরাফাত।
Home
Uncategorized যশোরে যুবলীগ কর্মী সন্ত্রাসী বাহিনীর প্রধান ইয়াসিন হত্যাকান্ডের সাথে জড়িত দুই ভাই...












