যশোরের ঝুমঝুমপুর বিজিপির হেডকোয়াটারে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে একরামুল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি লালমনিরহাট জেলার কিশোরকুল গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একরামুল বিজিবির হেডকোয়াটারের ১৫ তলা বিশিষ্ঠ নিমার্ণাধীন ভবনের ১১ তলায় রডমিস্ত্রীর কাজ করছিলেন। রাত আট টার দিকে ১১ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন















