পাইকগাছায় অবশেষে খুলনা জেলা পরিষদ সদস্য প্রতিবন্ধী নাহার আক্তারের ক্রয়কৃত সম্পত্তিতে অফিস উদ্বোধন

0
343

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় অবশেষে খুলনা জেলা পরিষদ সদস্য প্রতিবন্ধী নাহার আক্তার এলাকাবাসীর সহযোগীতায় তার ক্রয়কৃত সম্পত্তিতে অফিস উদ্বোধন করতে সম হয়েছে। কাগজপত্র বুনিয়াদে জানা যায়, উপজেলার মাহমুদ কাটি মৌজায় নজরুল ইসলাম এর নিকট হতে গত ৮/৯/২০২০ তারিখ ২০২৩ নং কোবলা দলিল মুলে ০.০১৬৬ একর সম্পত্তি ক্রয় করেন। যা নাহার এর নামে ৭২৯ নং খতিয়ানে ৪৭৫ দাগে রেকর্ড হয়।উক্ত সম্পত্তি ভোগ দখল করতে বাঁধার সৃষ্টি করতে থাকে অপর শরীক মৃত উজির গোল্দারের পুত্র আব্দুস সাত্তার গোল্দার। দীর্ঘ দু’ বছর ধরে নাহার আক্তারের জমি ভোগ দখলে একের পর এক বিঘ্ন সৃষ্টি করে আসছে। এ ঘটনায় নাহার ও তার পরিবারের নামে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে হয়রানী সহ জমি অবৈধভাবে ভোগ দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে সুচতুর সাত্তার। অবাক হলেও সত্য সাত্তার যে দাগ খতিয়ানের মালিক নাহার ও সেই দাগ খতিয়ানের মালিক। অথচ সাত্তার তার অংশের থেকে বেশি সম্পত্তি ভোগ দখলে রেখে নাহারকে বঞ্চিত করার চেষ্টা করে আসছে। যে কারণে সাত্তার ইতিপূর্বে নাহারের ভোগ দখলকৃত সম্পত্তির উপর নির্মিত ঘরটিতে ও আগুন ধরিয়ে দিলে এবং নাহারকে মারপিট করলে ঐ সময়ে মামলার সৃষ্টি হয়।একই ভাবে ঐ দাগ খতিয়ানের অন্য জমির মালিকদের বঞ্চিত করে রেখেছে। সম্পত্তিটি পিচ ঢালাই রাস্তার পাশে হওয়ায় এবং জমির মূল্য বেশি হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে স্থানীয় লোকজন জানা। জেলা পরিষদ সদস্য ও প্রতিবন্ধী নাহার আক্তার জানান, আমি ২০২০ সালে উক্ত সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করে আসছি। কিন্তু সাত্তার গোল্দার অতি লোভের বসবর্তী হয়ে একের পর এক আমার ভোগ দখলে বাঁধার সৃষ্টি করে আসছে।স্থানীয় ভাবে একাধিকবার শালিসী বৈঠক হলেও সাত্তার কোন বৈঠকে হাজির হয়, আবার কোন বৈঠকে হাজির না হয়ে তালবাহানা বা সময় পেণ করে আসছে। তার এ ধরনের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে এলাকাবাসী আমার ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে সহযোগীতার বা আমার পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here