মহেশপুর সীমান্তে এক সপ্তাহে শিশুসহ ৮৯জন আটক

0
307

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশু সহ ৮৯জন ৫৮ বিজিবি’র হাতে আটক।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, উপজেলার যাদবপুর, মাটিলা ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৫৮ বিজিবি’র অধিনস্ত যাদবপুর,মাটিলা ও বাঘাডাঙ্গা বিওপির টহল দল তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪০ জন পুরুষ, ২৯ জন নারী ও ২০ জন শিশু রয়েছে। আটককৃতরা জানায়, তাদের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলায়।

৫৮ বিজিবি’র উপ পরিচারক তসলিম মো. তারেক জানান,সীমান্তে অবৈধ পারাপার রোধে বিজিবি কঠোর অবস্থানে আছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ সকল ঘটনায় বিজিবির পক্ষ মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here