যশোরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজা

0
249

স্টাফ রিপোর্টার : যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. আসিফ ইকবাল এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দিলু মণিরামপুর উপজেলার বিজয়রামপুর বাধাঘাটা গ্রামের মৃত মাহাবুব গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এ.পি,পি পলক কুমার মৈত্র।
মামলা সূত্রে জানাযায়, ২০১৩ সালের ২১ আগস্ট রাত আটটার পর মণিরামপুর থানা পুলিশ জানতে পারে অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতি কর্মকান্ডে অংশ নিতে দিলু সহ তার সহযোগিরা দিলুর বাড়িতে অবস্থান করছে। তাৎক্ষনিক থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। পরে রাত ১০টারপর দিলুকে আটক করে বাকীরা পালিয়ে যায়। পরে দিলুর খাটের নিচ থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি পাইপ গান উদ্ধার করা হয়। এঘটনায় দিলুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান আহমেদ ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে দিলুর বিরুদ্ধে চার্জশিট জমাদেন।
আদালতের বেঞ্জ সহকারি মনিরুল ইসলাম জানান রায়ের সময় দিলু পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here