চাঁদা না দেওয়ায় জোরপূর্বক স্বাক্ষর-সীল গ্রহন

0
241

স্টাফ রিপোর্টার : দৈনিক শব্দ মিছিল পত্রিকার যশোরের আদালত রিপোর্টার ইদ্রিস আলমের কাছ থেকে ধার্য্যকৃত চাঁদা না পেয়ে জোরপূর্বক সিল স্বাক্ষর গ্রহন ও ৭০ হাজার টাকা লোপাটের ঘটনা ঘটেছে। একটি চিহ্নিত পিতা-পুত্র চক্র এই অপকর্মে জড়িত। জানা গেছে, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মিজানুর রহমানের পুত্র জসিম উদ্দীন (৪৫) ও জসিম উদ্দীনের পুত্র মাসুদ রানা রাব্বি বিভিন্ন স্থানে অপকর্ম করে বেড়ায়। এই চক্রটি কিছুদিন আগে সাংবাদিক ইদ্রিস আলমের কাছে এসে অফিস উল্লেখিত স্থানে রাখতে দুই লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুশিয়ারি দেন। এরা টাইম বেঁধে দেন এক সপ্তাহ। এরপর গত ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক নয়টার দিকে যশোর শহরের প্রধান ডাকঘরের সামনে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক শব্দমিছিল পত্রিকার যশোর জেলা অফিসে হাজির হয়। এরপর তারা জোর পূর্বক ইদ্রিস আলমের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার্য্যকৃত চাঁদা নিতে আসে। তা দিতে রাজি না হওয়ায় পত্রিকার প্যাডে ৭০ হাজার টাকা পাওনা বাবদ জোর করে লিখিত স্বাক্ষর নিয়ে সিল মেরে নেয়। ভূক্তভোগী ইদ্রিস আলম এ বিষয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here