পর পর দুটি পদকে ভূষিত হলেন অধ্যাপক মশিউল আজম

0
306

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে পর পর দুই দিনের ব্যবধানে দু’টি পদক লাভে সিক্ত হলেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক মসিউল আযম।
গত ২৬ ফেব্রুয়ারী বিকেলে স্বাধীনতা সংসদ আয়োজিত রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে “ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের আয়োজন করা হয়। স্বাধীনতা সংসদের উপদেষ্টা নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ আবুতারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয় পীরজাদা শহীদুল হারুন।
পরদিন ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঢাকাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ববীণা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত “স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের বাতিঘর” শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধণা কবি সৈয়দা হাবিবা মুস্তারিন চমন এবং “ফিরে এল না” ও কবি হোসেন ফারুকের ‘কবির কবিতা’ বই দুটির মোড়ক উম্মোচন করা হয়। বিশ্ববীণা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টা এস.এইচ. শিবলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও সাবেক চেয়ারম্যান, বি.টি.আর.সি সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ম.আ. কাশেম মাসুদ, সাবেক অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক মইনুদ্দীন কাজল।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক মসিউল আযমকে অমর একুশে স্মৃতি পদক ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ২২ জন গুণীকে এই স্মৃতি পদক ২০২২ প্রদান করা হয়।
উল্লেখ্য ইতিপূর্বে বিভিন্ন সময়ে শিক্ষা, সমাজ সেবা, সাংবাদিকতা, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে মহাত্মাগান্ধী পিস অ্যাওয়ার্ড, জাতীয় কবি নজরুল সাদামানের মানুষ, মুন্সী মেহেরুল্লাহ, পল্লী কবি জসীম উদ্দীন, বিচারপতি মাহবুব মোর্শেদ, নবাব স্যার সলিমুল্লাহ সহ আরও কয়েকটি পদক লাভ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here