চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

0
1107
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন ওরফে বিল্লাল (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) আনুমানিক সন্ধ্যা  সাড়ে ৭.০০ টার দিকে চৌগাছা- কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে এবং একজন সার ব্যাবসায়ী।
নিহতের আপন ভাই রুবেল হোসেন জানায় নিহত বিপ্লব এক ছেলে ও এক মেয়ের জনক। ঘটনার বিবরনে জানা যায়, বিপ্লব আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭.০০ টার  দিকে একটি এপাচি মোটরসাইকেলে অসুস্থ মা’কে হাসপাতালে দেখতে দেবিপুর বাজার থেকে চৌগাছা বাজারে যাচ্ছিল।পথিমধ্যে একটি মুরগির পিক-আপের সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে।
কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, দূর্ঘটনার পর নিহত বিপ্লব মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং  অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা গেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই ঘটনার আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here