পাটকেলঘাটা বলফিল্ড এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা

0
246

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে :  পাটকেলঘাটা বলফিল্ড এলাকার বহুল আলোচিত এক মাদক ব্যবসায়ী কয়েকবার ফেনসিডিল সহ মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার সত্ত্বেও সে বহাল তবিয়াতে ফেনসিডিল ও ইয়াবা বিক্রয় করে যাচ্ছে।
এলাকাবাসীর সূত্রে জানাগেছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বলফিল্ড বাসস্টান্ডে তার চলাফেরা। প্যান্টের পকেটে করে ফেনসিডিল ও ইয়াবা নিয়ে সে বিক্রয় করে থাকে। সুচতুর এই মাদক ব্যবসায়ী কোন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দেখলে উক্ত স্থান থেকে সরে পড়ে। এদিকে বলফিল্ড স্টান্ডে সন্ধ্যা নামার সাথে সাথে কিছু অপরিচিত লোকের আনাগোনা। জানাগেছে বাইরে থেকে বড় মাদক ব্যবসায়ীরা যেমন: খুলনা, ডুমুরিয়া, চুকনগর, কেশবপুর এসব এলাকা থেকে বড় মাপের পাটি পাটকেলঘাটায় এসে ফেনসিডিল ও ইয়াবা নিয়ে মুহুর্তের মধ্যে স্থান ত্যাগ করে। এরা অতি চালাক এদেরকে ধরা খুবই কঠিন। আরও একটি সূত্রে জানায় পাটকেলঘাটা থেকে মাদক নিয়ে যাওয়ার নতুন রোড বড় কাশিপুর গ্রামের উপর দিয়ে শুড়িঘাটার ব্রিজ পার হয়ে কেশবপুর। অপরদিকে পাটকেলঘাটা থেকে জুজখোলা হয়ে ইসলামকাটি ব্রিজের উপর দিয়ে মনোহরপুর হয়ে মির্জাপুর বাজারের বিশ্বরোড হয়ে চুকনগর, ডুমুরিয়া ও খুলনার উদ্দেশ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here