স্টাফ রিপোর্টার : যশোরে এক কারারীর উপর আতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। আহত কিরামত আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান।
অভিযোগে উল্লেখ করা হয়, কিরামত আলী শনিবার বিকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যশোর কেন্দ্রীয় কারাগারে ডিউটি করেন। ডিউটি শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এসপি বাংলা রোডের মাঝামাঝি স্থানে পৌছালে একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে হামলা চালায়। বেধরক মারপিট করে পাশে থাকা ইট দিয়ে তার শরীরে আঘাত করে। পরে সে চিৎকার দিলে আসপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রাত ১০ টায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।














