চুড়ামনকাটির যৌতুকলোভি সেই হিরো কারাগারে

0
324

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার চুরামনকাটি শানতলা গ্রামের যৌতুকলোভি সেলিম হাসান হিরোকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এ আদেশ দেন। হিরো ওই এলাকার ইমতিয়াজ আলী ইন্তাজের ছেলে।
মামলা সূত্রে জানায়, পালবাড়ি গাজীর ঘাট গ্রামের ফারজানা আয়াসমিনের সাথে ২০১৬ সালে হিরোর বিয়ে হয়। বিয়ের পরই পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। পরে তাদের একটি মেয়ে সন্তান হয়। মেয়ে ও নাতনির সুখের কথা চিন্তা করে ওই নারীর পিতা একলাখ টাকা ও সোনার চেইন, কানের দুল, গলার হার, আংটিসহ সংসারের আসবাব পত্র দেয়। কিছু দিন পর ফের হিরো যৌতুকের জন্য চাপ দেয় নির্মম নির্যাতন শুরু করে। একপর্যায় বাড়ি থেকে মেয়েও স্ত্রীকে তাড়িয়ে দেয় হিরো। এরপর ফারজানা ক্ষিপ্ত হয়ে হিরোকে তালাক দেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে গত বছরের ২৯ অক্টোবর তিন লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে হয়। কৌশলে বিয়ে করে বাড়িতে নিয়ে হিরো আবারো সেই পাঁচলাখ টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একমাস যেতে না যেতেই ১৮ নভেম্বর ফের ওই নারীকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়। বাধ্য হয়ে ওই নারী যশোর আদালতে গত বছরের ৫ ডিসেম্বর হিরোর বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ১৭ জানুয়ারি আদালতে মীমাংশার শর্তে জামিন পান হিরো। কিন্তু হিরো কথা না রাখায় আদালত রোববার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here