স্টাফ রির্পোর্টার : আজ শনিবার বিকালে যশোর বাদশাহ ফয়সাল ইনষ্টিটিউট (কেন্দ্রীয় ঈদগাহ ময়দান) মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২২ যশোর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় রাষ্ট্রীয় জরুরী কাজে থাকায় তার প হতে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), যশোর উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) তার বক্তব্যের শুরুতেই সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প হতে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে শুভেচ্ছা জানান।তিনি বলেন, কাবাডি খেলা হলো আমাদের গ্রামীণ ঐতিহ্যের খেলা, এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি), মহোদয়ের নির্দেশনায় প্রতিটি ইউনিট একাধিক বার ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে।আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ও অত্যন্ত ক্রীড়ামোদী একজন ব্যক্তি।তিনি সরকারী কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি।পরিশেষে তিনি শরীর ভালো রাখতে সকলকে খেলাধুলা করতে আহবান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব জাহিদ হাসান টুকুন, সভাপতি প্রেসকাব যশোর।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এস এম ইয়াকুব আলী, সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দ, আগত দর্শকবৃন্দ।















