লিটার প্রতি ৩০ টাকা ভর্তূকিতে তেল বিক্রি করে উদ্ভাবক মিজানের অভিনব প্রতিবাদ

0
259
জসিম উদ্দিন, শার্শা : বাজার মূল্য ছাড়া প্রতি লিটার সয়াবিন তেলে ৩০ টাকা ভর্তূকি দিয়ে দরিদ্র মানুষের কাছে বিক্রি শুরু করেছেন উদ্ভাবক মিজানুর রহমান।
বাজার থেকে লিটার প্রতি ১শ ৮০ টাকা দরে সয়াবিন তেল কিনে তিনি গরীব ও অসহায় মানুষের মাঝে ১শ ৫০ টাকায় বিক্রি করে অভিনব প্রতিবাদ করেন দূর্ণিতীবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে নাভারণ সাতক্ষীরা মোড়ে ১শ লিটার তেল সাধারণ গরীব মানুষের মাঝে বিক্রি করে তেল বিক্রি করে এ কার্যক্রম শুরু করেন।
এসময় বাজার ছাড়া ৩০ টাকা কম পেয়ে তেল কিনতে আসা মানুষেরা উদ্ভাবক মিজানের এমন কর্মকান্ডকে স্বাগত জানিয়ে তেল সহ যাবতীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয়ে চাপা প্রতিবাদ জানান।
উদ্ভাবক মিজানুর রহমান বলেন,   যারা অবৈধভাবে তেল মজুদ করে নিত্যপণ্যের বাজারে কৃত্রিমতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
বাজারে তেলের চাহিদা মেটাতে ডিলার বা হোলসেলারদের এখনি মানবিকতার পরিচয় দেওয়ার সময় এসেছে। গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারের বর্তমান নির্ধারিত দামে বিক্রি করার জন্য অনুরোধ জানান।
যতদিন তেলের বাজার মূল্যে গরীবের নাভিশ্বাস থাকবে আজ থেকে ততদিন পর্যন্ত দৈনিক বিভিন্ন গ্রাম গঞ্জে বাজার ঘাটে এভাবে বাজার মূল্য ছাড়া কমদামে তেল বিক্রি করা হবে বলে জানান উদ্ভাবক মিজানুর রহমান।
এই কার্যক্রমে অংশ গ্রহনের জন্য দেশের সকল স্থান থেকে দান শীল ও সাদা মনের মানুষদেরকে আহবান করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here