স্টাফ রিপোর্টার : শনিবার শহীদ কমরেড রওশন আলী’র ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বিপ্লবী কমরেড রওশন আলী’র ৪৩তম প্রয়াণ দিবসে “কমরেড রওশন আলী স্মৃতিরক্ষা প্রস্তুতি কমিটির আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির সদস্য কার্তিক চন্দ্র পালের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সদর থানার সাধারণ সম্পাদক এ্যাডঃ আহাদ আলী লস্কর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা জাকির হোসেন হবি, বিশিষ্ট সাংবাদিক নেতা ফকির শওকত, বামচিন্তাবিদ মেহেদিউর রহমান টুটুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, বামকর্মি উজ্জল বিশ্বাস, এলাকাবাসীর পক্ষে আবুল কালাম আজাদ, ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান ও ছোট শেখহাটির সুইট প্রমুখ। পরিচালনা করেন আব্দুর রাজ্জাক মাস্টার। উপস্থিত থাকেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমঃ ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সভাপতি কমঃ জিল্লুর রহমান ভিটু ও ফরিদ গাজী প্রমুখ। আলোচকবৃন্দ প্রয়াত শহীদ কমরেড রওশন আলী শিক্ষা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অসমাপ্ত একটি জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।অপরদিকে নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টনে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব তীব্রতর হয়ে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্য ও তাদের ন্যাটো জোটের বিরুদ্ধে চীন-রাশিয়ার নেতৃত্বে এসসিও জোট পরস্পরের মুখোমুখি। একক পরাশক্তি মার্কিনের নেতৃত্বে ন্যাটো ২০০১ সালে আফগানিস্তানে, ২০০৩ সালে মার্কিনার নেতৃত্বে পাশ্চাত্যের ইরাক আগ্রাসন ও দখল। ২০১০ সালে আরব বসন্তের নামে ২০১১ সালে লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকরীকরণ, ২০১৪ সালে মধ্যপ্রাচ্যের লেভান্তে আইএস তৎপরতা ইত্যাদি আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সিরিয়াযুদ্ধে সাম্রাজ্যবাদী রাশিয়ার বিজয় এবং আইএস বিপর্যস্ত হওয়ার ধারাবাহিকতায় ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের কাছে ন্যাটোর অভূতপূর্ব পরাজয়ের মধ্য দিয়ে প্রতিপক্ষ চীন-রাশিয়া সামনে আসে। মার্কিন নেতৃত্ব-কর্তৃত্বের ক্রমাবনতি এবং দীর্ঘ পনেরো বছরে মার্কিন যুদ্ধনীতির ব্যর্থতা স্বীকার করে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধসহ সামগ্রিক নীতি পরিবর্তন করায় যুক্তরাষ্ট্র মিত্র হারানোর বিপদের মুখোমুখি হয়। এ প্রেক্ষিতে মার্কিন একচেটিয়া পুঁজিপতি শ্রেণি জো বাইডেনকে ক্ষমতায় এনে ‘আমেরিকা ইজ্ ব্যাক’ সেøাগান তুলে মিত্রদের আস্থা ফিরিয়ে আনতে জি-৭ ও ন্যাটোকে আরও কার্যকরী করে। এ প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ নীতির প্রেক্ষিতে রুশ সীমান্তে উপস্থিত হওয়ার জন্য ইউক্রেনকে ইইউ ও ন্যাটোভুক্ত করার ষড়যন্ত্র আটে। রুশ সীমান্তবর্তী দেশ ইউক্রেনে মার্কিনের নেতৃত্বে ন্যাটোর উপস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় ২৪ ফেব্রুয়ারি ‘২২ ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করে। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে এই অন্যায় আগ্রাসী যুদ্ধে মৃত্যুর বিভীধিকা, ব্যাপক ধ্বংসযজ্ঞ, নারী-শিশু-বৃদ্ধসহ জনগণের দুরবস্থা, পলায়ন ও উদ্বাস্তু-শরণার্থীর ঢল নামার সাথে সাথে বিশ্বব্যাপী খাদ্যশষ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ এর নেতিবাচক প্রভাব বিশ্ব জনগণকে বিপদে ফেলছে। নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদী এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে আমাদের দেশসহ বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।উল্লেখ্য, কমরেড রওশন আলী মার্কিন সাম্রাজ্যবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় দালালদের বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর মহান আদর্শ মার্কসবাদ-লেনিনবাদকে আকড়ে ধরে একটি শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তার জন্ম ১৯৫৫ সালে ঘুরুলিয়া গ্রামে। ১৯৭৯ সালের ১২ মার্চ জাসদের গণবাহিনীর হাতে তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীকোল গ্রামের মাঠে নির্মমভাবে নিহত হয়।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















