পাটকেলঘাটা ছোটগাছায় সন্ত্রাসী জামাইয়ের হাতে ৫জন গুরুত্বর জখম গ্রেফতার ১

0
369

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে  : পাটকেলঘাটা ছোটগাছা গ্রামে একই পরিবারের ৫ জন কে দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। শনিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে পুলিশ জামাই দেবাশিষ কে দা সহ গ্রেফতার করেছে।
সরজমিনে গিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য পঙ্কজ রায়ের সাথে কথা বলে জানা গেছে ৮/১০ বছর পূর্বে খুলনার ডুমুরিয়া থানার খোরের আবাদ গ্রামের জগদীশ ঢালির পুত্র দেবাশীষ ঢালির সাথে পঞ্চরাম বাছাড়ের কন্যা পুস্প ঢালির বিবাহ হয়। বিবাহিত জীবনে তাদের একটি সন্তান আছে। বিবাহের পর থেকে তাদের মধ্যে নানা কারণে ঝগড়া বিবাদ চলতে থাকে। গত কয়েক দিন পূর্বে মেয়েকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয় তার স্বামী। এদিকে স্ত্রীর অন্যের সাথে সম্পর্ক রয়েছে বলে সন্দেহের জের ধরে শনিবার রাতে দিবাশিষ ঢালী রাত ১২ টার সময় গাছা বাজারে আসে। রাত ৩ টার দিকে শ্বশুর বাড়িতে ঢুকে এক পর্যায়ে নিজের স্ত্রী পুস্প ঢালী (২৩) শ্বশুর পঞ্চরাম বাছাড় (৫০) শাশুড়ী তপতি বাছাড় (৪২) দাদু শ্বশুর ভোলা নাথ বাছাড় (৮০) ও বৈদ্যনাথ বাছাড় (৪০) কে গাছ কাটা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে।
এ সময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে জামাই দেবাশিষ ঢালী (৩৫) কে দড়ি দিয়ে গাছের সাথে বেধে ফেলে। পরে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জামাই দেবাশিষ কে গ্রেফতার করেছে।
আহতদের চিকিৎসার জন্য সাতীরা সদর হাসপাতাল সহ স্থানীয় কিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে পঞ্চরাম বাছাড়ের শারিরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত ঐ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here