চুড়ামনকাটিতে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতারন

0
308

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি॥ সোমবার বিকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি হেকমত মোল্লা সেবা কল্যাণের প থেকে এতিম ও দুস্থ শিার্থীদের মাঝে শিা উপকরণ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন মিসেস রহিমা বেগম,সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলন,মিজানুর রহমান,মধুমালা মেঘবালা প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নিজাম উদ্দিন আহম্মেদ এ সময় ৩৩ জন এতিম শিার্থীসহ মোট ৫০ জন শিার্থীর হাতে বিভিন্ন শিা উপকরণ তুলে দেন। তিনি প্রতি মাসে এ সকল শিার্থীদের শিা উপকরণসহ বিভিন্ন অনুদান দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here