বটিয়াঘাটায় অজ্ঞান পার্টির আতঙ্কে এলকাবাসী, চেতনা নাশক ওষুধ স্প্রে করে একই রাতে ১২ বাড়িতে চুরি

0
339

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে একই রাতে চেতনা নাশক ঔষুধ স্প্রে করে ১২ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। গতকাল রবিবার মধ্য রাতে এক সংঘবব্ধ চোর সিন্ডিকেট চক্র আনুমানিক রাত ২ টার পর ফুলতলা গ্রামের উত্তর পাড়ার কেয়া রায়, সুব্র্রত রায়, রিংকন রায়, তন্দ্রা রায়, ইউসুফ মৃধা, মহানন্দ বাছাড়, ধিমান রায়, সুজয় বিশ্বাস, তন্ময় গোলদার, সমির দাসের বাড়িতে ঢুকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, ১ টি বাই সাইকেল ও ১৩ টি মোবাইল নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ তাদের নেশা জাতীয় ওষুধ স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে চোর বাড়ির ভিতর প্রবেশ করেন। এভাবে পর্যাক্রমে অন্যান্যদের বাড়িতে সুযোগ বুঝে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা বিরেন্দ্রনাথ রায় বলেন, আমার মন্দিরের ভিতর ঢুকে চোররা পূজার আসনে রক্ষিত টাকা, কাপড় নিয়ে গেছে। প্রমিলা রায় বলেন, রাত আনুমানিক দুইটার সময় আমরা টের পাই। ইউসুফ মৃধা ও সাফিয়া খাতুন বলেন, চারটি স্বর্নের আংটি, নগদ ৭ হাজার টাকা, একটি মোবাইল চুরে করে নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, নেশা জাতীয় ঔষধ প্রয়োগ করে চোরেরা তাদের অজ্ঞান করে মালামাল নিয়ে পালিয়ে যায়। তন্দ্রা রায় নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী বলেন, তাকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তার দুইটি মোবাইল নিয়ে যায়। এব্যাপারে সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জৈনক ইউছুপ মৃধা। থানা পুলিশের নিষ্ক্রিয়তার কারনেই একের পর এক এমনি ঘটনা বারংবার ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here