যশোর শহরের বস্তাপট্টি মোড়ে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

0
433

স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে গতরাতে যশোর শহরের চৌরাস্তা বস্তাপট্টি মোড়ে এলাকায় সাইফুল উদ্দিন রিজু (৩০) নামে এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা । রিজু পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের নেতা এবং বেজপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত পৌনে ৯টার দিকে রিজু কাজ শেষ করে কোতয়ালী থানা থেকে বের হয়ে পূর্ব দিকে বস্তাপট্টি মোড়ে পৌঁছালে স্থানীয় ৫/৭ জন দূর্বৃত্ত অতর্কীত তার ওপর হামলা করে। এসময় বেজপাড়া এলাকার রবির ছেলে শাকিল, ভক্তির ছেলে পিয়াল, বুনো আসাদের ছেলে আনিস, আকবরের ছেলে আকাশ এবং ইশারত ও ড্রাইভার ( উভয় পিতা অজ্ঞাত) বাবু ধারাল চাকু দিয়ে রিজুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ঘটনায় রিজু মারাতœক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত রিজুকে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন। রাতেই গুরুতর আহত রিজুকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনায় জড়িত টিনএজার সন্ত্রাসীদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here