দেবহাটায় শান্তি প্রতিষ্ঠায় বার্ষিক পিস কাব সম্মেলন

0
338

ভ্রাম্যমান প্রতিনিধি: “হিংসা নয়, সম্প্রতি ছড়াই” স্লোগান সামনে রেখে দেবহাটায় পিস কাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়াম বিডি’র সহযোগীতায় উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমান গুহ। বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, সাইকোসোসাল কমিটির উত্তম কুমার, পিস কাবের নেতৃবৃন্দ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা,সাইকোসোসাল কমিটির সভাপতি আব্দুল ওহাব, উপজেলা মসজিদের ইমাম আব্দুর রহমান, পিস কাব প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, রূপান্তরের প্রতিনিধি তৌহিদ হোসেন সহ বিভিন্ন পিস কাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে, বার্ষিক সম্মেলনে বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে পারুলিয়া ইউনিয়ন পিস কাব, সখিপুর ইউনিয়ন পিস কাব ও কুলিয়া ইউনিয়ন পিস কাব বেস্ট পিস কাব নির্বাচিত হয়ে ক্রেস্ট অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষক সঞ্জয় কুমার।
উল্লেখ্য যে, পিস কাব সমাজের শান্তি প্রতিষ্ঠায় উগ্রবাদ, শান্তি-সম্প্রতি প্রতিষ্ঠায় যুব সমাজকে সচেতন করার পাশাপাশি সামাজিক উন্নয়ন বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here